
ঠাকুরগাঁওয়ে ২৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
পোস্ট করা হয়েছে 18/02/2021-08:13pm: আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি)ঠাকুরগাঁওয়ে ঢাকাগামী নৈশ কোচে অভিনব কায়দায় বস্তা ভর্তি আলরু সাথে পাচারকালে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪৮বোতল ফেন্সিডিলসহ মামুন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খশিরুল আলমের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থানা পুলিশের একটি দল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প গড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ নামে একটি নৈশ কোচ থামিয়ে তাতে তল্লাশী চালায়। এসময় সেই কোচের লকারে রাখা বস্তা ভর্তি আলুর ভেতরে ২৪৮ পিস ফেনসিডিল পাওয়া যায়। পরে সুপারভাইজারের সহযোগীতায় সেই বস্তার মালিক মামুনকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত মামুনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।